খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, কলকাতা: ভোট গণনার সকাল থেকে অশান্তি শুরু ডায়মন্ড হারবারে। সেখানে গণনাকেন্দ্রের বাইরে দেদার বোমা পড়েছে বলে খবর। বহিরাগত দৃষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উঠল। পাশাপাশি বিরোধী দলের এজেন্টদের উপরও হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । অভিযোগ, গণনা কেন্দ্রে ঢোকার মুখেই তাদের উপর হামলা চলে ।
বোমাবাজি করে করে তাঁদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়। কয়েকজনকে কেন্দ্রের থেকে বের করে দেওয়ারও ঘটনা ঘটেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।পরিস্হিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নামলেও হিমশিম খেতে হয় তাঁদের। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গণনাকেন্দ্রে যেতে বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল। এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে প্রতিবাদে মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসার কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।