খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে অশান্ত মুর্শিদাবাদের ডোমকল। সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠল ডোমকলের জোতকানা তুলসীপুর এলাকায়। সোমবার সন্ধ্যায় সংঘর্ষে উভয় পক্ষেরই চার জন আহত হয়েছেন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, তাদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সিপিএমের অভিযোগ, গুলিতে তাদের এক কর্মী জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, জোতকানা এলাকায় ভোটের প্রচার করছিল সিপিএম। তৃণমূলের কর্মীসমর্থকদের অভিযোগ, সিপিএমের মিছিল থেকে তাদের উদ্দেশে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় বচসা শুরু হয়। এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মারামারিতে জখম হন বেশ কয়েক জন। গুলি চলারও অভিযোগ উঠেছে। জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে। যদিও তা উড়িয়ে দিয়েছে বামেরা। তাদের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণেই গুলি চলেছে। এতে সিপিএম কোনওভাবেই যুক্ত নয়। ঘটনার পর বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।