মালদা, ১৬ জানুয়ারিঃ সীমান্তে ফের উত্তেজনা। আন্তর্জাতিক বানিজ্য বৈঠক বাতিল। বাংলাদেশের রাজশাহীতে এই বৈঠকের কথা ছিল আগামী সপ্তাহে। জেলা বণিক মহল জানিয়ে দিল সুখদেবপুরে উত্তেজনা থাকায় এবং ওপার বাংলায় পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় বানিজ্য বৈঠক বাতিল। বাতিল করল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সাফ জানিয়ে দেওয়া হল ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হবে বৈঠকে গেলে। এদিকে এই বৈঠক বাতিল হওয়ায় রপ্তানি বানিজ্য প্রায় থমকে গেল। নিরাপত্তাহীনতায় রপ্তানিকারকরা। গত বছরে এই বৈঠক হয় চাঁপাইনবাবগঞ্জে। এবারে রাজশাহীতে।
জানা গেছে,মালদাহের মহদীপুর সীমান্ত দিয়ে আগামী সপ্তাহে রাজশাহীতে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে হওয়ার কথা ছিল এই বৈঠকের। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল দুই দেশের মধ্যে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে এই বৈঠক আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদাহের এই মহাদীপুর সীমান্ত দিয়ে আগে প্রায় ৫০০ পণ্যবাহি গাড়ি রপ্তানি হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে মাত্র ৩০০ গাড়ি রপ্তানি হচ্ছে।