মনিরুল হক, কোচবিহার: কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় দোষীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে বিজেপির জেলাশাসক অফিস ঘেরাও অভিযান থেকে গ্রেফতার হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে দফায় দফায় পুলিশ ও বিজেপি নেতা-কর্মী এবং সমর্থকদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সাগরদিঘি চত্বর এলাকায়।
সেই সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন নিশীথ প্রামাণিক সহ অন্যান বিজেপি কর্মীরা। পরে নিশীথ প্রামানিককে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের বচসা বেধে যায়। মুহূর্তের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্লোগান দিতে দিতে এগিয়ে যেতে চান বিজেপির কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু কিছুক্ষণের মধ্যে এসপি অফিসে ইটবৃষ্টি শুরু করেন আন্দোলনকারীরা। পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পরে সেখান থেকে নিশীথকে টেনে হিঁচড়ে আটক করে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর,এখনও পর্যন্ত নিশীথ-সহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৭ জন মহিলা। এদিন ভিড়ের মধ্যে থেকে ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছে বলে জানা যায়। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।সাগরদিঘি চত্বরের পরিস্থিতি বর্তমানে থমথমে। পুলিশি পাহারা রাখা হয়েছে গোটা এলাকায়।
এদিন এবিষয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “মমতা বন্দ্য়োপাধ্যায় ভয় পাচ্ছেন। তাই পুলিশকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন।”