প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: রাতের অন্ধকারে মিড ডে মিলের স্টোর রুমের তালা ভেঙে দু বস্তা চাল চুরি করে কিছু অজ্ঞাত পরিচিত ব্যাক্তি। সকালে প্রথমে স্থানীয়দের নজরে বিষয়টি এলে তাঁরাই খবর দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ ব্লকের ভানুকুমারী-২গ্রাম গ্রাম পঞ্চায়েতের ধলডাবরি হাইস্কুলে। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌছান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। এরপর খবর দেওয়া হয় বক্সিরহাট থানায়। বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল তরফে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুন্ডু বলেন, স্থানীয় সূত্রে খবর পাওয়া মাত্রই স্কুলে গিয়ে দেখি মিড ডে মিলের অল্প কিছু চাল বাদে বাকি দু বস্তা চাল চুরি যায়। অবশিষ্ট চালে আজকে মিড ডে মিল রান্না হয়েছে। বিষয়টি বক্সিরহাট থানায় লিখিত ভাবে জানানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।