খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, মালদা: পারিবারিক বিবাদের জেরে শ্যালকের হাতে আক্রান্ত জামাইবাবু। জামাইবাবুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন মালদা মেডিকেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিপুরের ৫২ বিঘার মহেশপুর এলাকায়।
জানা গিয়েছে, পিন্টু শেখ এবং তাঁর স্ত্রী হাজিরা বিবির মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। অভিযোগ, সেই বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে পিন্টুর পেটে চাকু মারে শ্যালক আনিকুল শেখ। রক্তাক্ত অবস্থায় পিন্টুকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেইখান থেকে অবস্থার অবনতি হলে পিন্টুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনিকুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।