চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ,বিএসএফের আটক এক শিশু সহ ২ বাংলাদেশি, উদ্ধার ভারতীয় আঁধারকার্ড  

0
277

কোচবিহার, ৬ আগস্টঃ কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্তে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা। ইতিমধ্যে চ্যাংড়াবান্ধা, পেট্রাপোল সীমান্তে বন্ধ দু-দেশের বাণিজ্য। সবমিলিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। এরই মধ্যে চ্যাংড়াবান্ধা সীমান্তে আটক হয়েছেন এক শিশু সহ ২ বাংলাদেশি। বিএসএফ-চেকিংয়ের সময় বাংলাদেশি ওই ২ জনের কাছে মেলে ভারতীয় আধার কার্ড।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ চ্যাংড়াবান্ধা ইমিগ্ৰেশন চেকপোস্টে এক বাংলাদেশী দম্পতি তাদের এক সন্তানকে নিয়ে ভারতে প্রবেশ করার সময় লাগেজ তল্লাশি করতে গিয়ে বিএসএফের হাতে আসে একটি ভারতীয়  আঁধারকার্ড ও একটি ভারতীয় প্যান কার্ড। ওই বাংলাদেশী দম্পতি বাংলাদেশের রংপুর এলাকার বাসিন্দায়।‌

বিএসএফ সূত্রে খবর, ধৃত ওই বাংলাদেশির নাম এনামুল হক সোহেল ও তাঁর স্ত্রী সানজিদা জিনাস ইলাহি এবং এক সন্তানকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলাকালীন বিএসএফকে জানিয়েছেন,সাত দিনের ভিসা নিয়ে দিল্লি যাচ্ছিলেন তাঁরা। সন্দেহ হয় বিএসএফ আধিকারিকদের। তারপরই উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড। অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে।

ধৃত ওই বাংলাদেশি ব্যক্তি এনামুল হক সোহেল  বলেন, “আমি আধার কার্ড বানিয়েছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য। সেটা আমার কাছে পাওয়া গিয়েছে আজ। ২০২০ সালে বানিয়েছিলাম। ২০ হাজার টাকার বিনিময়ে বানিয়েছিলাম।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here