ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোমিরাপাড়া হাই স্কুলে বিএসএফ কর্তৃক প্রেরণামূলক অধিবেশনের আয়োজন

12

কলকাতা, ১৮ মার্চঃ ভারত বাংলাদেশ সীমান্তের বিওপি সাকেতের দায়িত্বে থাকা বর্ডারিং স্কুলে বিএসএফ কর্তৃক প্রেরণামূলক অধিবেশন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোমিরাপাড়া হাই স্কুলে বিএসএফ কর্তৃক একটি প্রেরণামূলক অধিবেশনের আয়োজন করা হয়েছিল। যার পরামর্শদাতা ছিলেন ৯৩ বিএন বিএসএফ-এর কোয় কমান্ডার বিওপি সাকেতের সহকারী কমান্ড্যান্ট মনোজ কুমার।

জানা যায়, বিএসএফ সীমান্তবর্তী এলাকায় সাকেত এবং ৯৩ বিএনবিএসএফ-এর চাণক্য এলাকায় ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, কোচিং ক্লাস এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন পর্যন্ত নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এই এলাকায় প্রায় ২০০ জন ছাত্র-যুবতী এই সেশনের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং স্থানীয় জনগণ এই ধরণের কার্যক্রমের প্রশংসা করছেন।

এই সেশনে নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল গোমিরাপাড়ায় সহকারী কমান্ডার মনোজ কুমার একটি প্রেরণামূলক অধিবেশন পরিচালনা করেন। নবম ও দশম শ্রেণীর প্রায় ১০০ জন শিক্ষার্থী এই অসাধারণ অধিবেশনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্বাচন সম্পর্কে সচেতন করা হয় এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্য অর্জনের জন্য একটি ভালো রুটিন তৈরি করার পরামর্শ দেওয়া হয়।