খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অগাস্ট, কলকাতাঃ ১২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পাম অ্যাভিনিউর বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার দুপুর ১২ টা নাগাদ উডল্যান্ডস হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়ি নিয়ে যান স্ত্রী মীরা ভট্টাচার্য।
এদিন বুদ্ধদেববাবুকে হাসপাতাল থেকে বেরোনোর সময় মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। পাশে রাইলস টিউব। অতি সন্তর্পণে তাঁকে ধরে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বুদ্ধবাবু বাড়িতেও বাইপ্যাপ সাপোর্টে থাকবেন। সেইসঙ্গে রাইলস টিউব লাগানো থাকবে। একটা কার্ডিয়াক মনিটর থাকবে বুদ্ধবাবুর হার্টরেট, রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন মাত্রা দেখা যাবে।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘চেস্ট ফিজিওথেরাপি’ যেমন চলছে তেমনই চলবে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে রিহ্যাবিলিটেশনও করা হবে। বুদ্ধবাবু পুরোপুরি সেরে না ওঠা অবধি তাঁর বাড়িতে সর্বক্ষণ থাকবে হোম কেয়ার টিম।
প্রসঙ্গত, মঙ্গলবার চিকিৎসকের একটি দল বুদ্ধদেবের বাড়িতে গিয়েছিলেন। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিছানা কোথায় থাকবে, কোন জায়গায় রাখলে চিকিৎসার নানাবিধ সরঞ্জাম রাখতে সুবিধা হবে, সব দেখে আসেন তাঁরা। বাড়ি জীবাণুমুক্ত করাও হয়।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ নির্মূল হয়েছে। তবে যাতে ফের সংক্রমণ বাসা বাঁধতে না পারে সেজন্য বুদ্ধবাবুর বাড়ি আগে থেকেই সংক্রমক মুক্ত করা হয়েছে।
২৯ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুদ্ধবাবুকে। সেদিন রাতেই তাঁকে ইনভেনসিভ ভেন্টিলেটশনে স্থানান্তরিত করা হয়। সেখানেই ৪৮ ঘণ্টা উদ্বেগের মধ্যে কাটে। তারপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয় বুদ্ধদেবের।