শারীরিক অবস্হার সামান্য উন্নতি হতেই চিকিৎসকদের কাছে আম খাওয়ার আবদার বুদ্ধবাবুর

0
52

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ শারীরিক অবস্হার সামান্য উন্নতি হতেই চিকিৎসকদের কাছে আম খেতে চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক এমনটাই জানিয়েছেন বুধবার। যদিও এখনই সেই পরিস্থিতি নেই বলে জানা যাচ্ছে।

রাইলস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। ফলে মুখ দিয়ে কিছু খেতে হচ্ছে না। বুদ্ধদেবকে ‘স্পিচ অ্যান্ড সোয়ালো রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট’ দেখে গিয়েছেন যে, কিছু খেলে তাঁর বিষম লাগতে পারে কি না। চিকিৎসকদের পরিকল্পনা হল, আস্তে আস্তে যাতে তিনি মুখ দিয়ে খেতে পারেন, তা নিশ্চিত করা। সে ক্ষেত্রে একবারে রাইলস টিউব খুলে দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকেরা। বরং এই বিষয়ে ধীরে চলার নীতি নিয়েছেন তাঁরা।

রাইলস টিউব খুলে দেওয়ার পর আমের নরম অংশ দেওয়া যেতে পারে কি না তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।  ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে শনিবার থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বুদ্ধদেব। মাঝেমাঝেই বাইপ্যাপ সাপোর্টে রাখা হচ্ছে বুদ্ধদেবকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, টানা চার ঘণ্টা বাইপ্যাপ সাপোর্টে রেখে তার পর এক ঘণ্টা বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। কারণ, এক টানা অনেক ক্ষণ বাইপ্যাপ সাপোর্টে থাকতে আপত্তি করছেন বুদ্ধদেব নিজেই।

সূত্রের খবর, তিনি চিকিৎসক এবং ঘনিষ্ঠদের কাছে বলেছেন, আমাকে এ বার ছেড়ে দিন। তিনি হাসপাতালে থাকতে চাইছেন না, ফিরতে চান পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। তাঁর দাবি বাড়ি ফিরলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। এদিন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছেন বুদ্ধবাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here