খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ জুলাই, নয়াদিল্লি: মঙ্গলবার তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা সরকারের। তিন নতুন প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় যাঁরা প্রথমবার চাকরিতে ঢুকছেন, তাঁদের জন্য বিশেষ সুবিধার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, যাঁরা প্রথম চাকরিতে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি কিস্তিতে এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার। প্রথমবার ইপিএফও-তে নাম নথিভুক্ত হলেই, তিন বারের কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত হলেই এই সুবিধা মিলবে।
এতে দেশের ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী উপকৃত হবে বলে দাবি নির্মলার। কোনও সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করলে সেই কোম্পানিকে ইপিএফে যে টাকা দিতে হয়, তার একাংশ ফিরিয়ে দেওয়া হবে। দু’বছরের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে।
এক্ষেত্রেও নতুন কর্মীদের ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে। অন্যদিকে, উৎপাদন ক্ষেত্রে নতুন কর্মী এবং নিয়োগকারী সংস্থার ভাগের ইপিএফও-র টাকা প্রথম চার বছরের জন্য সরকারই দেবে। অর্থাৎ কর্মী ও কর্মসংস্থানকারীদের ইনসেনটিভ দেওয়া হবে কর্মজীবনের প্রথম ৪ বছরে। এতে ৩০ লক্ষ যুব উপকৃত হবে।