৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা

46

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ জানুয়ারি, নয়াদিল্লি: ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশেন। শনিবার, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এবারই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা। এটা তাঁর একটানা অষ্টম বাজেট ৷

রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে ৷ 31 ফেব্রুয়ারি প্রথম দিনই সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় তিনি বক্তৃতা দেবেন  সচরাচর সরকার গঠনের পর প্রথম বাজেট সংস্কারমুখী হয়। তবে এবার মোদি সরকার জনমহিনী বাজেট পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। বাজেটে বিশেষ জোর দেওয়া হতে পারে কৃষক সমস্যার উপর।

শোনা যাচ্ছে, এবার পিএম কিষান যোজনার বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়তে পারে। সূত্রের খবর, কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ, সংস্কারে যেমন বাজেটে জোর দেওয়া হচ্ছে তেমনই জোর দেওয়া হবে কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে। এছাড়া কীভাবে কৃষি, ক্ষুদ্র ও ছোট শিল্পক্ষেত্র (এমএসএমই) এবং উৎপাদন ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলা যায় এবং এই ক্ষেত্রগুলি থেকে কীভাবে আরও বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে সে বিষয়েও দিশা দেখাতে পারে বাজেট।

এবারের বাজেটে করছাড়ের হার বাড়ানো হতে পারে। এবারের বাজেটে আয়কর ছাড় থেকে শুরু অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। বাজেট অধিবেশনের দুটি পর্যায়ের প্রথম ভাগ ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মাঝে বিরতির পরে আবার ১০ মার্চ থেকে ৪ এপ্রিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় চলবে।