মালদায় বহুতলে আগুন, ঘটনাস্হলে দমকল

36

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, মালদা: মালদা শহরের কানির মোড় এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উপর তলায় শুক্রবার রাত্রে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। তবে ক্ষয়ক্ষতি সেই রকম ভাবে কিছু হয়নি।

তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উপর তলায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার এবং ইংরেজবাজার থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।