খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, মুম্বই: চলন্ত বাসে আচমকাই আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ২৫ জন যাত্রীর। শনিবার রাত দুটো নাগাদ মহারাষ্ট্রের বুলধানার কাছে ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই একটি বাস সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল নাগপুর থেকে পুনের উদ্দেশ্যে। পথে ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে যায় বাসটিতে। জানা গেছে, সেই সময় ৩২ জন যাত্রী ছিলেন বাসটিতে। তার মধ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
বাসের চালকও গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।