আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে ফের রাত দখল, অনুমতি দিল হাই কোর্ট

50

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, কলকাতা: আরজি কর কাণ্ডের পাঁচ মাস অতিক্রান্ত। এখনও নির্যাতিতার বিচার না মেলায় কলকাতায় ফের রাত দখলের কর্মসূচি নিল রাত দখল ঐক্য মঞ্চ। পুলিশের তরফে অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। বুধবার ওই কর্মসূচির অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আবেদনকারী সংগঠন রাত দখল ঐক্যমঞ্চের আইনজীবী শামিম আহমেদ এদিন হাই কোর্টে বলেন, “আর জি করের ঘটনার প্রতিবাদের নানারকমের পথ বেছে নিয়েছে মানুষ। আমরাও আগামী ১৬ জানুয়ারি একটি কর্মসূচি ঘোষণা করেছি। অভয়া কাণ্ডের এতদিন কেটে গেলেও বিচার পেল না, সেই কারণে পথে নামছে মেয়েরা। জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও অনুমতি দেয়নি ।তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ছে আমরা।”

পাল্টা হিসেবে রাজ্যের আইনজীবী শিরশান্ন বন্দোপাধ্যায় বলেন, কাদের মিছিল, কতজন থাকবেন, কোন রুটে মিছিল হবে এসব কিছুই উল্লেখ করা হয়নি আবেদন পত্রে। শুধু অনলাইনে আবেদন করে দায় সেরেছেন আন্দোলনকারীরা। ফলে অনুমতি মেলেনি। এরপরই আবেদনকারীদের তরফে এ ব্যাপারে আদালতে পুঙ্খানপুঙ্খ তথ্য পেশ করার পর ১৬ জানুয়ারির রাত জাগো কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত।

আদালত জানিয়েছে, ওয়েলিংটন পার্ক থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে যাওয়া যাবে এবং সেখানে রাতভর ধর্না কর্মসূচি পালন করতে পারবেন আন্দোলনকারীরা। মিছিল শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি রাজ্যের কাছে স্মারকলিপিও জমা দিতে পারবে। এদিকে মেয়ের খুন ধর্ষণ কাণ্ডের এখনও কিনারা না হওয়ায় এবার তদন্তকারী সংস্থা বদলাতে চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা-বাবা। তাঁদের অভিযোগ, সঠিক পথে হচ্ছে না তদন্ত।

ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকে।নির্যাতিতার বাবা-মায়ের হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাঁদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না! তাই এবার তদন্তকারী সংস্থা বদলাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। এখন দেখার, সুপ্রিমকোর্টে তাঁদের আবেদন গৃহীত হয় কিনা।