নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট

0
181

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল হাইকোর্ট। ২৪ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

একইসঙ্গে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যাবতীয় নথি-তথ্য আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।বিচারপতি মৌখিক ভাবে জানিয়েছেন, শুধুমাত্র আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে ইডি।

ইডির এফআইআর খারিজের মামলার শুনানি হবে আগামী সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ। তার আগে পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। জানা গিয়েছে, অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি ও এস বি রাজুর সময়ের সুবিধার জন্য এই নির্দেশ আদালতের।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষের চিঠি সামনে আসার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি এবং সিবিআইকে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করেন অভিষেক। কিন্তু গত সপ্তাহে সুপ্রিমকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, হাইকোর্টেই এই মামলার শুনানি করে নিষ্পত্তি করতে হবে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here