খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, কলকাতা: ঢোলাহাটে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, শনিবারের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। এবং রিপোর্ট জমা দিতে হবে আগামী ২২ জুলাইয়ের মধ্যে। তার ভিডিয়োগ্রাফিও হবে বলে জানিয়েছে আদালত।
সেই ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে রাজ্যকে। আদালত জানিয়েছে, ময়নাতদন্তের সময়ে উপস্থিত থাকবেন মৃতের বাবা এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে এই ঘটনার তদন্তে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক। আদালত জানিয়েছে, গোটা ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে এবং ভিসেরা হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাতে হবে।
গত সোমবার মৃত্যু হয় ঢোলাহাট থানার ঘাটবকুলতলা এলাকার বাসিন্দা আবু সিদ্দিক হালদারের। দিন কয়েক আগে একটি চুরির ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরিবারের দাবি, পুলিশি হেফাজতে মারধর, অত্যাচার করার ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ঢোলাহাট এলাকা। গত দু’দিন ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা।
ওই ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় পরিবার। তাদের আইনজীবীর বক্তব্য, দেহে বিদ্যুতের শক এবং আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবকের দেহের ময়নাতদন্ত নিয়েও সন্দেহ প্রকাশ করে পরিবার। সেই মামলাতেই দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হল। এছাড়াও যে বেসরকারি হাসপাতালে আবুর মৃত্যু হয়েছে সেই হাসপাতালের ভূমিকাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।