খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, কলকাতা: সৌদি আরবে বসে কীভাবে মিনাখায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি? রাজ্য নির্বাচন কমিশনের কাছে তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী ২৮ জুন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ওইদিনই রিপোর্ট খতিয়ে দেখে মনোনয়ন বাতিল হবে কিনা, সে নির্দেশ দেবে হাই কোর্ট।
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার মিনাখার কুমারজলিতে এবার পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা করেছেন মইনুদ্দিন গাজি। তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি। ওই ব্যক্তি ৪ জুন হজের জন্য সৌদি আরবে গিয়েছেন। তাহলে সৌদি আরবে বসে একজন কীভাবে ভোটের মনোনয়ন জমা দিলেন তা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করা হয়েছিল। হিসাব অনুযায়ী মনোনয়ন জমার সময় উপস্থিত থাকতে হয় প্রার্থীদের। তবে ১২ জুন কীভাবে মিনাখাঁয় মনোনয়ন জমা দিলেন মইনুদ্দিন সে প্রশ্ন তোলেন বিচারপতি। মনোনয়নপত্র জমার সময় কে সই করল? কেনই বা স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হল না? সে সংক্রান্ত তদন্ত রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী ২৮ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। ওই রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরই মইনুদ্দিন গাজির মনোনয়ন বাতিল হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।