ঘাটালের ভোটে কারচুপি! হিরণের করা মামলায় দেবকে নোটিস হাইকোর্টের

66

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতা: ঘাটালে চলতি লোকসভা ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই মামলায় তৃণমূলের অভিনেতা-সাংসদ দেবকে নোটিস দিল উচ্চ আদালত। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়কের নির্দেশ, ঘাটাল কেন্দ্রে ভোটের সমস্ত কাগজপত্র, বৈদ্যুতিন নথি ও ভিডিয়ো ফুটেজ সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

হিরণের অভিযোগ, ভোটের দিন ঘাটালে সকাল থেকেই ছাপ্পা-কারচুপি হয়। মূলত কেশপুরে তো গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। হিরণের এও বক্তব্য ছিল, কেশপুর ‘পাকিস্তান’ হয়ে গেছে। হিরণ বলেছিলেন, ‘‘নির্বাচনের দিন কেশপুরে লুঙ্গি ডান্স করে প্রশাসনের ষড়যন্ত্রে গণতন্ত্র হত্যা করা হয়েছে। এর জন্য কেশপুরের মানুষের কাছে ক্ষমা চাইছি। কেশপুরে ২০০ বুথে বিজেপির এজেন্টকে বসতে দেয়নি তৃণমূল। খুল্লাম খুল্লা ছাপ্পা মেরেছে।’’

যদিও সেই সময় হিরণের দাবিকে অমূলক বলে উড়িয়ে দিয়েছিল তৃণমূল। ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বক্তব্য ছিল, “কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে, তাতেও সন্ত্রাসের কথা বললে হাস্যকর!” এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হিরণ। আজ তার করা মামলার নোটিস পৌঁছল দেবের কাছে।

উল্লেখ্য, শুধু ঘাটালই নয়, কোচবিহার, বসিরহাট, ডায়মন্ড হারবার এবং আরামবাগ এই পাঁচ লোকসভা কেন্দ্রে নির্বাচনে কারচুপির অভিযোগে বিজেপির তরফে মামলা করা হয়েছে হাইকোর্টে। ওই পাঁচ মামলা পাঁচ জন পৃথক বিচারপতির বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।