খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সোমবার বিচারপতি অমৃতা সিনহার সেই নির্দেশকে খারিজ করে দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ। উলুবেড়িয়ার দুই সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ তা খারিজ করে দিয়ে ওই সংক্রান্ত তদন্তভার রাজ্যপুলিশকে দিয়েছে।
তবে এদিন ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, আদালতের নজরদারিতেই রাজ্য পুলিশকে এই তদন্ত করতে হবে। এ ব্যাপারে এক বিচারপতির কমিশনও গড়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি দেবীপ্রসাদ দে-কে। তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছে রিপোর্ট পেশের নির্দেশ ডিভিশন বেঞ্চের।
পঞ্চায়েত সংক্রান্ত বিরোধীদের বহু মামলার মধ্যে একটি মামলা ছিল মনোনয়নে নথি বিকৃত করা সংক্রান্ত। সিপিএমের দুই মহিলা প্রার্থী এ ব্যাপারে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের অভিযোগ ছিল, পঞ্চায়েতের রিটার্নিং অফিসার তাঁদের মনোনয়নপত্রের নথি বিকৃত করেছেন। এই মামলা প্রথমে ওঠে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে। তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয় ডিভিশন বেঞ্চে। সোমবার ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে বেঞ্চ একক বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়। সেই সঙ্গে জানিয়ে দেয়, রাজ্য পুলিশই বিষয়টি খতিয়ে দেখবে।