খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, কলকাতা: ধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। আপাতত নওশাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেই বুধবার নির্দেশ দিল বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ভোটের মুখে গত বুধবার নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুণী। এই মামলাতেই আগাম জামিন চেয়ে কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। নওশাদের দাবি ছিল, ভোটের মুখে তাঁকে বেকায়দায় ফেলতে তৃণমূল এই চক্রান্ত করেছে। তিনি এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িত নন। আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান তিনি। বুধবার সেই আবেদনের শুনানিতেই আদালত জানায়, ১৮ জুলাই পর্যন্ত বিধায়ককে গ্রেপ্তার করা যাবে না।