খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, কলকাতাঃ ভোটের দিন অর্থাৎ শনিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক নিজের ভোট কেন্দ্র ছাড়া অন্য কোনও বুথে যেতে পারবেন না।। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচনের দিনে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
গত ৪ জুলাই রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২২টি জেলার পঞ্চায়েত নির্বাচনী অফিসার ও জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠিয়ে জানায়, নির্বাচনের প্রচার শেষে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যাঁরা রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা পান তাঁরা নিজের বুথ এলাকার বাইরে অন্য কোনও জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন না। কমিশনের এই বিজ্ঞপ্তির পরেই বৃহস্পতিবার কাঁথি থানার তরফে শুভেন্দুকে একটি নোটিশ দেওয়া হয়। ওই নোটিসে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন বলেছিল, শনিবার, পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন অর্থাৎ সকাল ৭টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত শুভেন্দু যেন ভোটের দিন নিজের ভোটকেন্দ্রের এলাকার বাইরে না বের হন।
শুভেন্দু ওই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলাও করেন হাই কোর্টে। শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেই শুনানিতে বিচারপতি কমিশনের কাছে শুভেন্দুর অভিযোগের ব্যাপারে জানতে চান। কমিশন জানায়, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়নি। সকল রাজনৈতিক দলের বিধায়ককে এই নোটিশ দেওয়া হয়েছে। এরপরেই অমৃতা সিনহা খারিজ করে দেন শুভেন্দুর মামলাটি। আদালত জানিয়ে দেয়, শুভেন্দু যে এলাকার ভোটার, শুধু সেখানেই থাকতে পারবেন তিনি।