দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, ওটায়াঃ ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে স্ত্রী সোফি গ্রেগরি-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবারই কানাডার প্রধানমন্ত্রী জানান, দুইজনে মিলিতভাবেই দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তাঁরা আইনি চুক্তিও স্বাক্ষর করেছেন।

সামাজিক মাধ্যমে ট্রুডো জানান, তিনি ও তাঁর স্ত্রী সোফি বহু গুরুত্বপূর্ণ ও কঠিন আলোচনার পর বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা এখনও ঘনিষ্ঠ পরিবার হিসাবেই থাকবেন। সন্তানদের স্বার্থে যেন তাঁদের ও সন্তানদের গোপনীয়তা বজায় রাখা হয়, তার অনুরোধও করেন ট্রুডো। বিবাহ বিচ্ছেদের পথে সব ধরনের আইনি এবং নৈতিক পদক্ষেপ তাঁরা করবেন বলে জানানো হয়েছে৷

ট্রুডোর অফিসের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ট্রুডো এবং সোফি দুজনেই তাঁদের সন্তানদের নিরাপদ সুরক্ষিত এবং সহায়ক পরিবেশে বড় করতে তুলতে বদ্ধ পরিকর৷ দাম্পত্য ভেঙে গেলেও সন্তানদের নিয়ে একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন তাঁরা।

৫১ বছর বয়সি ট্রুডো এবং ৪৮ বছরের সোফি বিয়ে করেছিলেন ২০০৫ সালে৷ তাঁদের তিন সন্তান। সোফি গ্রগরি ছিলেন ট্রুডোর ছোটবেলার বান্ধবী। বিয়ের আগে সাংবাদিকতার পেশায় ছিলেন সোফি। একটি চ্যারিটি শো-এ তাঁদের আবার আলাপ হয়৷ এরপরেই প্রেম এবং বিয়ে। তবে আচমকা কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তাঁরা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। লিবারাল পার্টির নেতা ট্রুডো ২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here