ভোটের দিন আক্রান্ত তৃণমূল কর্মী ও বাইসানের হামলায় আহতদের হাসপাতালে দেখতে গেলেন প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া

43

মাথাভাঙ্গা, ২১ এপ্রিলঃ গত শনিবার মাথাভাঙ্গায় বাইসনের হামলায় আহত হন ৪ জন। এবার সেই আহতদের দেখতে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। এদিন তিনি হাসপাতালে এসে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং রোগীর শারীরিক খোঁজ খবর নেই তিনি।

উল্লেখ্য,শনিবার মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর ও জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইসনের তান্ডবে জখম হন তিনজন মহিলা ও একজন যুবক। আহত মহিলারা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। তবে আহত যুবক গৌতম বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক থাকায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেয়।

এদিন আহতদের দেখার পর জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, আহতদের দেখতে হাসপাতালে এলেন। পাশাপাশি ভোটের দিন মারধরে আহত কুর্শামারির এক তৃণমূল কর্মীর সাথেও দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বলেও জানান