খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই: নোভাক জকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতলেন কার্লোস আলকারাজ। রবিবার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর তারকা আলকারাজ এবং দু’নম্বর জকোভিচ। প্রায় চার ঘণ্টার ম্যাচে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে জকোকে হারালেন তরুণ টেনিস প্লেয়ার। ম্যাচের ফলাফল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪।
প্রথম সেটে আলকারাজকে উড়িয়ে দেন জকো। দ্বিতীয় সেটে কামব্যাক করেন স্প্যানিশ। টাইব্রেকারে জিতে ম্যাচে ফেরেন। তৃতীয় সেটে দাঁড়াতেই পারেনি জকোভিচ। ৬-১ এ হারেন। ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেট জিততেই হত। ৬-৩ এ জেতেনও জকো। কিন্তু শেষরক্ষা হল না। পঞ্চম সেটে জকোভিচকে ৬-৪-এ হারিয়ে প্রথমবার উইম্বলডন খেতাব জেতেন আলকারাজ। ২০ বছরের আলকারাজের কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জয় এটি।