খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, কলকাতা: সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল মামলা। সম্প্রতি লাভলির করা একটি ‘বদলা’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের জন্যই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী।
বুধবার আদালত লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা। গত সোমবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন লাভলি।
ওই কর্মসূচিতে লাভলি বলেছিলেন, ‘‘বদল তো ২০১১-য় হয়েছিল। ২০২৪-এ বদলা হবে।’’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী ভাবে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি।’’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাভলি এ-ও দাবি করেন যে, ‘বদলা’ না নেওয়ার কারণেই তাঁরা এখনও ঘুরে বেড়ান।
লাভলির এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায়। তাঁকে সতর্ক করে দল। শুধু তাই নয়, সোনারপুর থানায় অভিযোগ দায়েরও করেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হুমকির অভিযোগ এনে লাভলির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে পদক্ষেপের আর্জি জানানো হয়। বুধবার সেই আবেদনেরই শুনানিতে হাই কোর্ট আবেদনকারীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী শুক্রবার বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।