খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। সোমবার মামলাটি দায়ের করেছেন আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির হতে পারে। ৭ জুন রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ জন্য রাজ্যের প্রস্তাবিত প্রাক্তন স্বরাষ্ট্রসচিব রাজীব সিনহার নামেই সিলমোহর দেন। তারপর থেকেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ শুরু করেন। আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই নিয়োগ অবৈধ। তাই তাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের হল মামলা।
রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে
Date:
Share post: