খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা গড়াল হাইকোর্টে। ঘটনায় সোমবার জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে।
জানা গিয়েছে, সায়ন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে র্যাগিং সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইউজিসি-র নিয়ম না মেনেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ইউজিসি-র তরফে অ্যান্টি-র্যাগিং কমিটির নির্দেশিকা থাকলেও তা বাস্তবায়িত হয়নি রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠানেই।
সেসব নির্দেশিকার যাতে কড়া হাতে বাস্তবায়ন করা হয়, সোমবার সেই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে হাই কোর্টে। এর আগে কেরলের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তখন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর আর কে রাঘবনের নেতৃত্বে একটি কমিটি র্যাগিং রুখতে বেশ কিছু সুপারিশ করে। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হয়েছিল।
সেই কমিটির বেশ কিছু নির্দেশিকা রয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য অন্য হস্টেল থেকে দূরে আলাদা হস্টেলের ব্যবস্থা করতে বলা হয়েছিল। কিন্তু যাদবপুরে সেই নিয়ম মানা হয়নি। এদিন হাই কোর্টে জনস্বার্থ মামলায় সেই রাঘবন কমিটির সুপারিশ কার্যকর করারও আবেদন জানিয়েছেন আইনজীবী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার। এই ঘটনায় এখনও পর্যন্ত হস্টেলের তিন আবাসিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এক জন প্রাক্তনী। তাঁদের আগামী ২২ তারিখ পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনায় তৎপর হয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। রবিবার কমিশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিনিধিরা।