পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল সিবিআই

14

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ অগাস্ট, নয়াদিল্লিঃ পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, লালুকে ফের জেলে পাঠাতে হবে। আগামী ২৫ আগস্ট মামলার শুনানি। পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব।

২০১৭ সালের ডিসেম্বর মাসে তাঁকে জেলে যেতে হয়। তারপর দীর্ঘদিন জেলে কাটাতে হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে এই সময়ের বেশিরভাগটাই ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কেটেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শারীরিক অসুস্থতার কারণেই লালুকে সম্প্রতি জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট।

ঝাড়খণ্ড হাই কোর্টের সেই রায়ের বিরোধিতা করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ৯৫০ কোটি টাকা পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল লালুপ্রসাদের বিরুদ্ধে। সেই সঙ্গে উঠেছিল ট্রেজারি দুর্নীতির অভিযোগ। নিয়ম না মেনে ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত করে প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। অনেক আগেই ট্রেজারি মামলায় জামিন পেয়েছিল লালু। বাকি ছিল পশুখাদ্য কেলেঙ্কারি মামলা। সেই মামলায়ও পরে তাঁকে দেওয়া হয়েছিল জামিন।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ লালুপ্রসাদ যাদব। কিছুদিন আগে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। এরপর বাড়িতেই রয়েছেন তিনি। তিনি যে সুস্থ হয়ে উঠছেন, সেই ইঙ্গিতও মিলেছে। একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর এই শারীরিক পরিস্থিতির উন্নতিকে হাতিয়ার করে সিবিআই জামিনের বিরোধিতা করছে বলে মনে করা হচ্ছে।