ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলল বিপুল টাকা, গুনতে মেশিন আনল সিবিআই

44

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর, মুর্শিদাবাদঃ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল সিবিআই। সেই টাকা গুনতে আনতে হল মেশিন। সিবিআই আধিকারিকরা ডোমকলের একটি ব্যাঙ্ক থেকে মেশিনটি নিয়ে আসেন। আর এই মেশিন ঢুকতে দেখেই আলোড়ন পড়ে এলাকায়।

এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে রাখা টাকা গুনতে মেশিন আনতে হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই মুর্শিদাবাদের ডোমকলে স্থানীয় বিধায়ক জাফিকুলের বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। দুপুর নাগাদ জানা যায়, বিধায়কের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে।

কত টাকা রয়েছে তা জানার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। সেই যন্ত্র দিয়ে টাকা গুনে দেখা হবে। এত পরিমাণ নগদ টাকা কেন বিধায়কের বাড়িতে রাখা ছিল তা নিয়ে জাফিকুল দাবি করেন কিছুদিন আগে একটা জায়গা বিক্রি করেছিলেন তিনি। সেই টাকার থেকেই ২৪ লক্ষের কিছু বেশি টাকা তিনি বাড়িতে রেখেছিলেন। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম নিয়োগ দুর্নীতিতে জড়িত বলেই সন্দেহ তদন্তকারীদের।

বেশ কয়েকটি কলেজ রয়েছে জাফিকুল ইসলামের। বিএড , ডিএড, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিস্ট কলেজ রয়েছে তাঁর নামে। এদিন সকাল সকালই বিধায়কের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেও এদিন হানা দেয় সিবিআই। তবে কিছুক্ষণ আগেই তার বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে, তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। এর আগেও তাঁকে একটি মামলায় তলব করেছিল সিবিআই।