পোস্টিং দুর্নীতিতে ৩৫০ জন শিক্ষককে জেরা করতে পারবে সিবিআই, গুরুত্বপূর্ণ রায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

79

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্ট, কলকাতাঃ প্রাথমিক শিক্ষকদের পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে ৩৫০ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

রাজ্য সরকার ২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করেছিল। কোন স্কুলে কার পোস্টিং হবে, তাতে অনিয়মের অভিযোগ তুলে কয়েক জন শিক্ষক মামলা করেছিলেন। গত ২৫ জুলাই এ বিষয়ে সিবিআই, ইডির তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সে দিনই রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে মানিককে জেরার নির্দেশ দেন সিবিআইকে। হাইকোর্টের নির্দেশের পরই ২৫ তারিখ রাতে ও ২৬ তারিখ সকালে প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সুপ্রিম কোর্ট মানিককে জিজ্ঞাসাবাদ করার ওপর স্থগিতাদেশ দেয়। কিন্তু সিবিআই তদন্তের ওপর কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। শুক্রবার সেই কথা উল্লেখ করেই, সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

অভিযুক্ত শিক্ষকরা চাইলে মামলার নথি সংগ্রহ করতে পারবেন । তার জন্য একটি বাংলা এবং ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে । যেখানে থাকবে মামলা এবং মামলাকারী আইনজীবীর নম্বর। সাতদিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। আগামী ২৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।