খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর, কলকাতা: আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পেশ করল সিবিআই। আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই চার্জশিট জমা দিয়েছে। শুক্রবার প্রথম চার্জশিট জমা পড়তেই দেখা গেল সেখানে রয়েছে সন্দীপ ঘোষ-সহ মোট পাঁচ জনের নাম। আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার সূত্র ধরেই সামনে আসে হাসপাতালের দুর্নীতি।
আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি অভিযোগ তুলেছিলেন, হাসপাতালের একাধিক দুর্নীতিতে জড়িয়ে আছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর অভিযোগ ছিল, বার বার এ নিয়ে সরব হলেও সন্দীপের ক্ষমতার কারণে এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সোমবার ২ ডিসেম্বর, সন্দীপের গ্রেপ্তারির ৯০ দিন পূর্ণ হবে। তার আগেই চার্জশিট পেশ করল সিবিআই। সন্দীপের সাগরেদ হিসাবে বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলি খানও প্রথম থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিল। এ দিন চার্জশিট জমা পড়ার পর দেখা গেল, সকলেরই নাম রয়েছে সেখানে। নাম রয়েছে আশিস পাণ্ডেরও।