খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, হুগলি: ক্লাস চলকালীন সিলিং ফ্যান খুলে পড়ে মাথা ফাটল দুই ছাত্রীর। বৃহস্পতিবার বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের ঘটনা। আহত দুই ছাত্রীকে চিকিৎসার জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন দ্বাদশ শ্রেণীর চতুর্থ পিরিয়ডে ইংরেজি ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে। হঠাৎই শ্রেণি কক্ষে থাকা একটি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে ছাত্রীদের। আহত হন দুই ছাত্রী। তড়িঘড়ি তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মাথায় সেলাই করা হয়। আঘাত গুরুতর হওয়ায় এক ছাত্রীকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এই ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে।
স্কুলের প্রধান শিক্ষিকা নিবেদিতা হাটি বলেন, “আহত ছাত্রীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্কুল। সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে একশো সিলিং ফ্যান আছে। ইলেকট্রিশিয়ান দিয়ে সব ফ্যান পরীক্ষা করা হচ্ছে।”