খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী! নির্বাচন কমিশনের নোটিশ থেকে সেরকম তথ্যই পাওয়া গিয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কোন কোন কাজে লাগানো হবে, সেই সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। সেখানে কোথাও নির্বাচনের সময় বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার উল্লেখ নেই। এলাকায় টহলদারি, নাকা চেকিং, কোনও জায়গায় অশান্তি হলে ছুটে যাওয়া, মানুষের আস্থা অর্জন, আন্তর্জাতিক এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়া – কেন্দ্রীয় বাহিনীকে এই সমস্ত কাজে ব্যবহার করার উল্লেখ রয়েছে। কিন্তু ভোটের সময় বুথে পাহারা দেওয়ার কোনো উল্লেখ নেই সেখানে। বুথ সামলাবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী।
রাজ্য নির্বাচন কমিশন মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল। সেখানে প্রথম দফায় ২২ এবং দ্বিতীয় দফায় ৩১৫ কোম্পানি মিলিয়ে মোট ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বুথের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া সার্ভিলেন্স টিম, কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং ভেহিকেল স্কোয়াড রাখা হবে। যার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে স্পর্শকাতর এলাকাগুলিতে তারাই নজরদারি চালাবে বলে সূত্রের খবর। বাহিনী নিয়ে কমিশনের এই নির্দেশ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।