খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, কলকাতা: পঞ্চায়েতের ফল ঘোষণার পর অন্তত ১০ দিন বাংলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ভোট পরবর্তী হিংসা রুখতে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ। অতীতে বাংলায় ভোট পরবর্তী সময়ে যে অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে, যে ধরনের অভিযোগ উঠেছে সেগুলিকে মাথায় রেখেই ভোটের পরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। নির্দেশ দেওয়া হয়, ভোট গণনার পরবর্তী দশদিন কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁর নির্দেশ ঘোষণা করতে গিয়ে বলেন, ‘ভোট পরবর্তী হিংসার ঘটনার অতীত দৃষ্টান্ত দেখে আদালতও মনে করছে ভোটের পর অন্তত ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকা উচিত। ’
প্রধান বিচারপতি এদিনের নির্দেশে আরও জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে ৪৪ হাজারের মতো পোলিং স্টেশন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর অ্যাকটিভ ফোর্স যদি ৬০ হাজারের বেশি হয়, তাহলে প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মজুত করতে হবে। পারলে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে।
পঞ্চায়েত ভোটের ফলগণনা শুরু হবে আগামী ১১ জুলাই। কিন্তু প্রক্রিয়া শেষ হতে হতে ১২ তারিখ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ১২ জুলাইয়ের পর আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে হবে জানিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি পঞ্চায়েত ভোট দিতে ব্যবহার হবে যে ব্যালট বাক্স, তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।