বাংলা থেকে যে কর সংগ্রহ হয় তার দ্বিগুণ টাকা ফেরত পাঠায় কেন্দ্র সরকার: তথ্য দিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

45

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাইঃ বাংলা থেকে যে কর সংগ্রহ করে তার দ্বিগুণ টাকা রাজ্যকে ফেরত পাঠায় কেন্দ্র সরকার। এদিন কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তথ্য দিয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়ত। তিনি বলেন,কেন্দ্রের বিরুদ্ধে করের টাকা বণ্টনে যে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার করে চলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিন গজেন্দ্র সিংহ শেখাওয়ত বলেন,‘কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে যে কর সংগ্রহ করে ২০১৪ সালের আগে পর্যন্ত তার ৩২ শতাংশ রাজ্য গুলি পেত। চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যগুলি কেন্দ্রীয় রাজস্বের ৪৭ শতাংশ অর্থ পায়। ১৪ ও ১৫ তম অর্থ কমিশনের একটা পয়সাও কোনও রাজ্যের বকেয়া নেই।’

মমতার অভিযোগ খারিজ করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ লাগাতার অভিযোগ করে যে আমারা কেন্দ্রীয় বরাদ্দের কম টাকা পাই। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুসারে কত টাকা কোন রাজ্য পাবে তা ঠিক হয় সেই রাজ্যের জনসংখ্যা, সরকারের কাজ করার দক্ষতা ও বনভূমির পরিমাণের ওপর ভিত্তি করে। এই সিদ্ধান্ত তো অর্থ কমিশন গ্রহণ করে। সব রাজ্যের কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বঞ্চিত মনে করলে ষোড়শ অর্থ কমিশনের সামনে নিজের বক্তব্য রাখা উচিত।’

এর পরই খুঁটিনাটি তথ্য দিয়ে মমতার বঞ্চনার অভিযোগ খারিজ করেন তিনি। বলেন, ‘পশ্চিমবঙ্গের জনসংখ্যা গোটা দেশের ৭.৫ শতাংশ। ২০২৩-২৪ সালে পশ্চিমবঙ্গ থেকে ৬২,৬১৩ কোটি টাকা জিএসটি সংগ্রহ করেছে কেন্দ্র। এর মধ্যে ৩১,৩০০ কোটি টাকা রাজ্য পেয়েছে। কেন্দ্রের হাতে থাকা ৫০ শতাংশের মধ্যে ৪২ শতাংশ রাজ্যের কাছে ফেরত চলে আসে। আর পঞ্চায়েতি রাজে ৫ শতাংশ টাকা চলে যায়। এর পর ভারত সরকারের কাছে থাকে মাত্র ১৯ কোটি টাকা। গত বছর গোটা দেশে ১৫ লক্ষ ২৩ হাজার কোটি টাকা জিএসটি সংগ্রহ করেছ কেন্দ্র। তার মধ্যে পশ্চিমবঙ্গের অবদান ৪.১১ শতাংশ।’

পশ্চিমবঙ্গ থেকে প্রত্যক্ষ কর সংগ্রহের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ‘ভারত সরকার আয়কর ও কাস্টমস ডিউটি থেকে বছরে ১৬ লক্ষ ২৬ হাজার কোটি টাকা আয় করেছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ হয়েছে মাত্র ৫৬ হাজার কোটি টাকা। যা মোট সংগ্রহ হওয়া প্রত্যক্ষ করের ৩.৪৬ শতাংশ। অথচ ভারত সরকার সমস্ত রাজ্যগুলিকে যত টাকা বণ্টন করে তার ৭.৫৩ শতাংশ টাকা পশ্চিমবঙ্গে পাঠায়। এছড়াও ভারত সরকার যে অতিরিক্ত টাকা পশ্চিমবঙ্গকে দেয় তা ধরলে রাজ্য ৮.৫১ শতাংশ টাকা পায়। তাহলে কী ভাবে এই অভিযোগ করা যেতে পারে যে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্র যত টাকা কর নিয়ে যায় তার তুলনায় কম টাকা ফেরত পাঠায় ?’