খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ অগাস্ট, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। শীঘ্রই ৩ শতাংশ হারে বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা। সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের ৫৬টি মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলিয়ে প্রায় এক কোটি কর্মচারী বাড়তি হারে ডিএ পাবেন। নয়া হারে ডিএ কার্যকর হবে এ বছরের ১ জুলাই থেকে।
সরকারি কর্মীদের সংগঠনগুলির দাবি ছিল, মূল্যবৃদ্ধির সূচকের হার অনুযায়ী চার শতাংশ হারে ডিএ বাড়া উচিত। তবে, সেই দাবি নাকচ করে ৩ শতাংশ হারেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এই বৃদ্ধির ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতার পরিমাণ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হতে পারে।
অবসরপ্রাপ্তদেরও ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীরা সুবিধা পাবেন। ২০২৩ সালের ১ জুলাই থেকে এই ভাতা কার্যকর হবে বলে খবর। সেক্ষেত্রে বকেয়া ডিএ এরিয়ার আকারে পাবেন কর্মচারীরা। কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতার অন্তর আরও বাড়বে।