চিনে পাচারের আগে প্রায় ১০ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের হাতির দাঁত সহ ২ জন কে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর

90

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ ডিসেম্বরঃ সম্প্রতি দুটি হাতির দাঁত সহ বনকর্মীদের হাতে তিনজন গ্রেফতার হওয়ার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই সাত কেজি তিনশো গ্রাম হাতির দাঁত সহ দুইজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী রতন বনিক জানান,গোপন সুত্রের খবরের ভিত্তিতে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় গোয়েন্দা বাহিনী। বি-ফোর কামরায় অভিযান চালিয়ে অসমের হোজাই এর বাসিন্দা সোলেমান খান ও রতন গোয়ালাকে গ্রেফতার করে। তাদের সঙ্গে ব্যাগে তল্লাশি চালিয়ে তিনটি হাতির দাঁত উদ্ধার করে। উদ্ধার হওয়া হাতীর দাঁতের আনুমানিক বাজার মূল্য ১০কোটি ৯০ লক্ষ টাকা।

ধৃতদের জিঞ্জেস করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা জানতে পারে,ধৃতরা অসম থেকে হাতির দাঁত গুলি বেনারসে নিয়ে যাচ্ছিল। বেনারস থেকে নেপাল হয়ে চিনে পাচারের উদ্দেশ্য ছিল। ধৃতদের জেরা করে পাচার কাজের সাথে যুক্ত থাকায় বেশ কিছু নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। ধৃত সোলেমান খান ও রতন গোয়ালাকে আজ বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাদের একদিন জেল হেপাজতের নির্দেশ দেন। আগামীকাল আবার তাদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।