বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয়, স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

120

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, নয়াদিল্লি: জেডিইউ-এর দাবি সত্ত্বেও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়। সাফ জানিয়ে দিল কেন্দ্র।দীর্ঘদিন ধরেই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সোচ্চার নীতীশ ও তাঁর দলের নেতারা। চব্বিশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নীতীশের জেডি(ইউ) অন্যতম প্রধান শরিক বিজেপির এনডিএ-র৷

শোনা গিয়েছিল, এনডিএ-তে যোগদানের বদলে নীতীশের অন্যতম শর্তই নাকি ছিল বিহারের জন্য স্পেশাল স্টেটাস এবং বিশেষ কেন্দ্রীয় অনুদান৷ জেডিইউয়ের সাংসদ রামপ্রীত মণ্ডল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে জানতে চেয়েছিলেন, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের আছে কিনা।

অর্থ মন্ত্রকের তরফে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি লিখিত জবাব দিয়ে জানিয়েছেন, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব হচ্ছে না। এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন মন্ত্রী। অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগে জাতীয় উন্নয়ন কাউন্সিলের প্রস্তাব মোতাবেক কয়েকটি মাপকাঠি বিশ্লেষণ করে কিছু রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হত।

এই শর্তগুলির মধ্যে ছিল রাজ্যটিকে পার্বত্য এলাকায় অবস্থিত হতে হবে, রাজ্যটির জনঘনত্ব কম থাকবে এবং জনসংখ্যার একটি বড় অংশ তফসিলি সম্প্রদায়ের মানুষ হবে। শর্তগুলির মধ্যে এ-ও রয়েছে যে, রাজ্যটি প্রতিবেশী দেশের সীমান্তবর্তী হবে কিংবা তাঁর ভৌগলিক অবস্থান কৌশলগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে রাজ্যটি অর্থনৈতিক এবং পরিকাঠামোগত দিক থেকে পশ্চাদপদ হবে।

অর্থ মন্ত্রকের তরফে লেখা হয়েছে, “বিহারের বিশেষ রাজ্যের মর্যাদা সংক্রান্ত আর্জি খতিয়ে দেখার জন্য ২০১২ সালের ৩০ মার্চ একটি আন্তর্মন্ত্রক গোষ্ঠী রিপোর্ট পেশ করেছিল। ওই রিপোর্টে বলা হয়েছে, জাতীয় উন্নয়ন কাউন্সিলের মানদণ্ডের ভিত্তিতে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যায় না।” কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান করায় অখুশি জেডিইউ। নীতীশের দলের সাংসদ সঞ্জয় ঝার মন্তব্য, “বিশেষ রাজ্যের মর্যাদা জেডিইউয়ের মূল দাবি। সেটা কেন্দ্রকে মানতেই হবে।”