ধূপগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ ধূপগুড়ি ব্লকের কালিরহাট সার্বজনীন বড়কালি মায়ের পূজা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ই ফেব্রুয়ারি। বড়কালি মায়ের পূজা উপলক্ষে পাঁচদিন ব্যাপী মেলাও বসবে। এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ ই ফেব্রুয়ারি। তাই এবার শুধুমাত্র কলম বক্স ব্যবহার করা হবে। রবিবার বড়কালি মায়ের পূজা উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয় পূজা কমিটির পক্ষ থেকে।
জানা গেছে, কতদিন আগে এই পূজা শুরু হয় তা ঠিকমতো জানা নেই। আনুমানিক হিসাবে ধরে এবারের পূজা ১২৬ তম হিসেবে ধরা হচ্ছে। পুজো দেওয়ার জন্য গভীর রাত থেকেই পূর্ণার্থীরা ভিড় জমায়। এবং প্রথম দিনে দশ হাজারের বেশি মানুষ প্রসাদ গ্রহণ করে বলে দাবি পুজো কমিটির। প্রতিবছর মাঘ মাসের সংক্রান্তিতে তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়।
পূজা ও মেলা উপলক্ষে পার্শ্ববর্তী জেলা, রাজ্য থেকেও বহু পুনার্থী আসেন। দূর দূরান্ত থেকে আসা পূর্ণাথীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সে কারণে বসার ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প, পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা থাকেন। এদিকে এই পূজোয় এখনো বলিপ্রথা চালু রয়েছে। তবে ধীরে ধীরে কমিটির পক্ষ থেকে তা বন্ধ করার চেষ্টা চলছে। বর্তমানে পূজা ও মেলার শেষ লগ্নের প্রস্তুতি চলছে জোরকদমে।