খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ জুলাই, মালদাঃ ইংরেজবাজার পুরসভার উদ্যোগে ২৮ নম্বর ওয়ার্ডের ঘোরাপির এলাকায় একটি সুস্বাস্থ্যকেন্দ্রের কাজের শুভ সূচনা করা হল। সূচনা করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এছাড়াও ছিলেন ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, সুতপা ঘোষ, কাকলি কর্মকার, সুজিত সাহা সহ অন্যান্যরা। জানা গেছে ইংরেজবাজার পুরসভার উদ্যোগে তৈরি করা হচ্ছে এই সুস্বাস্থ্যকেন্দ্র।
আজ তার আনুষ্ঠানিক কাজের শুভ সূচনা করা হল। নারকেল ফাটিয়ে সুস্বাস্থ্যকেন্দ্রের কাজের সূচনা করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রায় এক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই সুস্বাস্থ্যকেন্দ্র। এই সুস্বাস্থ্যকেন্দ্র তৈরি হলে পুরসভার ২৫, ২৮, ২৯, ২৪ ও তিন নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষেরা উপকৃত হবেন।