খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ নভেম্বর, নয়াদিল্লি: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু বলে জানা গিয়েছে। বিবেক দেবরায়, দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম।
২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত নীতি আয়োগের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে পুণের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলার পদেও কাজ করেছেন তিনি। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পদেও ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ গড়ার লক্ষ্যে যে অমৃতকালের অর্থনৈতিক বিশেষজ্ঞদের কমিটি গড়েছেন, সেই কমিটিতেও ছিলেন দেবরায়। এছাড়াও তিনি ছিলেন বিশিষ্ট অনুবাদক এবং শাস্ত্রজ্ঞ। রামায়ণ, মহাভারত, পুরাণের মতো বহু হিন্দু ধর্মগ্রন্থ ইংরাজিতে অনুবাদ করেছেন তিনি। অর্থনীতির উপরও বহু পরিচিত গ্রন্থের লেখক বিবেকবাবু।
২০১৬ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে ভারত সরকার। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, “ড. বিবেক দেবরায়ের প্রয়াণে দেশ একজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে হারালো, যিনি নীতিনির্ধারণ থেকে শুরু করে আমাদের মহান ধর্মগ্রন্থ অনুবাদ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন । ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মানচিত্র সম্পর্কে তাঁর উপলব্ধি ছিল ব্যতিক্রমী। ”
বিবেক দেবরায়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,”বিবেক দেবরায় প্রাজ্ঞ ব্যক্তিত্ব, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি আধ্যাত্মিকতা-সহ বহু ক্ষেত্রে প্রগাঢ় জ্ঞানের অধিকারী ছিলেন। ভারতের জ্ঞানচর্চায় তাঁর অবদান অনস্বীকার্য।”