কোচবিহার, ১ অক্টোবরঃ শহরের বিবেকানন্দ স্ট্রিট এলকায় রয়েছে কোচবিহার মহাশ্মশান। আগামী ২রা অক্টোবর মহালয়া উপলক্ষে কোচবিহার রবীন্দ্রনাথ রায় মহাশ্মশানে মায়ের ৫১ পীঠ পূজো। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে মহাশ্মশান সংলগ্ন এলাকা। প্রতিবছর এই ৫১ পীঠের পুজোকে ঘিরে দুদিনের মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলার শুভ সূচনা হল আজ।
এদিন সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডঃ নির্মল কুমার মন্ডল, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায়, জয়েন্ট লেবার কমিশনার সুমন্ত রায় সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আজকে মহালয়ার পূর্ণ তিথিতে কোচবিহার রবীন্দ্রনাথ রায় মহাশ্মশানে মায়ের ৫১ পীঠের ব্যবস্থা করা হয় কোচবিহার পৌরসভার উদ্যোগে। ৫১টি মূর্তি দিয়ে ওই পুজো করা হয়। এই ৫১টি সতীর দেহ খন্দ খন্দ করে যেখানে পড়েছে, সেখানে কি কি নামে পূজিত করা হয়। সেই রুপ আমরা ৫১টি রুপের মূর্তি করা হয়েছে তাদের নামের স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এখানে পুজো শুরু হয় রাত ১০টা নাগাদ। এই পুজো দেখতে মানুষ রাতে খুব একটা না আসলে সকালের দিকে ভিড় জমতে শুরু করে। যদিও এই মেলা দুই দিন চলে বলে জানান তিনি।