খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, কলকাতাঃ রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় ধৃত ছত্রধর মাহাতোকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিনই জামিন পেলেন তিনি৷ আদালতের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ছত্রধরের জামিন মঞ্জুর করেন। তবে আদালত একাধিক শর্ত দিয়েছে এই মুক্তিতে৷ আগে একটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি৷ এ বার রাজধানী নাশকতা মামলায় কড়া শর্তে জামিন পেলেন তিনি৷ তবে ছত্রধরের পাঁচ জেলায় প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জানানো হয়েছে৷
আদালত জানিয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ছত্রধরের প্রবেশ করতে পারবেন না। এর পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে। ২০২১ সালে ছত্রধর মাহাতকে গ্রেপ্তার করে এনআইএ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রাজধানী এক্সপ্রেস অপহরণ ও সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।