আলিপুরদুয়ারে জনসাধারণের মাঝে মুখ্যমন্ত্রী, শুনলেন বাসিন্দাদের সমস্যার কথা

54

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ ডিসেম্বর, আলিপুরদুয়ারঃ পাহাড়ে গিয়ে মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুলতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার আলিপুরদুয়ারের শহরের রাজপথে হেঁটে হেঁটে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার প্রশাসনিক সভা করার জন্য এদিনই শহরে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে সার্কিট হাউস থেকে বের হয়ে কলেজ হল্ট থেকে বিএফ রোড ধরে রাস্তায় হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। হঠাৎ রাস্তায় মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান অনেকেই। যানবাহন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় পুলিশকেও।

বিএফ রোডের দুই ধারে থাকা ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বিএফ রোড ধরে কোর্ট এলাকা থেকে প্যারেড গ্রাউন্ডের দিকে হাঁটতে চলে যান মুখ্যমন্ত্রী। ইনডোর স্টেডিয়ামে বেহাল অবস্থা দেখে ক্ষোভ উগড়ে দেন তিনি। স্টেডিয়াম সংস্কারের জন্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলবেন বলেও জানান। রাস্তার ধারে বসেছিলেন এক বৃদ্ধ। অসুস্থ চেহারা। এগিয়ে গিয়ে তাঁর খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে,  রাস্তায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বিষয়েও খোঁজ খবর নেন মমতা। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা কেমন হচ্ছে যাতায়াতে সমস্যা হয় কি না তাও জানতে চান। বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা খারাপ নিয়েও ক্ষুব্ধ হন মমতা। জেলাশাসককে নির্দেশ দেন রাস্তা দ্রুত সংস্কার করার জন্য।