খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ অগাস্ট, কলকাতাঃ যাদবপুরের ঘটনায় ফের বামেদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেম সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা গর্ব করতাম। এখনও করি। অথচ একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এত রক্ত নিয়েও এরা বদলাবে না। এরা জীবনে বদলাবে না।’
উল্লেখ্য, এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে বামেদের আক্রমণ করেছিলেন মমতা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই যাদবপুর কাণ্ডে সরব হন তিনি। এর আগে গত সোমবার স্বাধীনতা দিবসের প্রাক সন্ধেয় বেহালায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাদবপুর প্রসঙ্গে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, “ওখানে পুলিশ ঢুকতে দেয় না,. সিসিটিভি লাগাতে দেয় না। একটা আতঙ্কপুর হয়ে গেছে।” মুখ্যমন্ত্রীর সেদিনের মন্তব্যের পর কড়া সমালোচনা করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যাদবপুর নিয়ে যে মন্তব্য করেছিলেন তা ‘অযাচিত’ ও ‘বিপজ্জনক’ বলে পাল্টা দিয়েছিলেন সুজন।
এদিনও মমতাকে পালটা দিয়েছেন বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, “মমতার মদতপুষ্ট সংগঠনের ছেলেরাই এসব করেছে। এখন মুখোশ খুলে যাওয়ার ভয়ে এসব বলছেন।” গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে মৃত্যু হয় এক প্রথম বর্ষের ছাত্রের। ঘটনার নেপথ্যে র্যাগিংয়ের তত্ত্ব উঠে আসে। ইতিমধ্যে এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। যাদবপুরকাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।