মালদা, ১৯ জানুয়ারি : ২১শে জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে মালদায় আসছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জোড় কদমে চলছে তারি প্রস্তুতি। প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ প্রশাসনিক কর্তারা।
প্রশাসন সূত্রে জানা যায়, ২০শে জানুয়ারি অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের কর্মসূচি শেষে বিকেলে মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা এসে পুরাতন মালদার মহানন্দা ভবনে তিনি রাত্রি নিবাস করবেন। তারপর একুশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার ইংরেজবাজারের মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে সরকারি সুবিধা তুলে দিবেন।