৪ দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

348

কলকাতা, ১৪ মেঃ আগামী সপ্তাহে ৪দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে সেকথা নিজেই জানান তিনি। এবারের উত্তরবঙ্গ সফরে ওই চার দিন ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর বলে জানা গিয়েছে।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী ১৯ মে সোমবার শিল্পমহলকে নিয়ে সিনার্জিক অনুষ্ঠান রয়েছে। ওই অনুষ্ঠান সেরে ২০ মে মঙ্গলবার ওদলাবাড়িতে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে ২১ মে বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে।”ওই বৈঠকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রতিনিধিরা থাকবেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের প্রতিনিধিরা ভারচুয়ালি যোগ দেবেন বৈঠকে। তারপরের দিন ২২ মে বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসার কথা তাঁর।

এর আগে জেলায় জেলায় রাজ্য সরকারের বিগ বাজার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনে তিনি জানান,ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে এদিন মোট ৪৩টি মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি অনুমোদন করা হয়েছে। সবই এগুলি জেলায় জেলায় হবে। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ। এর ফলে জেলায় জেলায় কর্মসংস্থান হবে।

মমতা বলেন, “বলেছিলাম ২৩টা জেলায় সেলফ হেল্প গ্রুপের কাজ বিক্রি করার জন্য। ২৩ জেলায় শপিং মলে একটা করে ফ্লোর দিতে হবে। এক একরে জমি দেওয়া হচ্ছে। ২৩ জেলার মধ্যে ১১ টা জেলা করে দিয়েছি। আরও ১২ টির প্রক্রিয়া চলছে।” মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে।