খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ আগস্টঃ আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর বাইশ দিনের মাথায় নির্যাতিতার বাড়িতে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সকাল সাড়ে এগারোটা নাগাদ পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে দলীয় কয়েকজন কর্মীদের নিয়ে দেখা করতে যান তিনি। সাথে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেস সভাপতি তাপস মজুমদার সহ বেশ কয়েকজন কংগ্রেসের প্রতিনিধি দল। প্রায় ঘন্টাখানেক নির্যাতিতার মা বাবার সাথে কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী।
এই গোটা বিচার ব্যবস্থাকে নিয়ে এ আর একটা নাটক বলে মন্তব্য ও করেন তিনি। বিল আনার কথা বলে বাংলার মানুষের কাছে ধোঁকা দেওয়ার আরও একটি নতুন করে অস্ত্র পেয়ে গেল মুখ্যমন্ত্রী। বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান নিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী তাই বাংলাদেশের প্রসঙ্গ তিনি টেনে আনছেন। সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের জবাবে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কড়া ভাষায় জবাব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
নির্যাতিতার পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাসের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পুলিশের পক্ষ থেকে নির্যাতিতার বাবাকে আর্থিক সহযোগিতার কথা দেখিয়েছিলেন বলে বিস্ফোরক অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। নির্যাতিতার মৃতদেহ বাড়ির সামনে ঘন্টাখানেক রেখে দিয়ে আরেকদিকে মা বাবার উপর নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।