চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা গেল ঢাকার হাইকোর্টে, শুনানি আগামী সপ্তাহে

25

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, ঢাকা: সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের মামলার শুনানি এবার হবে ঢাকা হাইকোর্টে। আগামী সোমবার, ২০ জানুয়ারি সেই মামলার শুনানি হওয়ার কথা। গত একমাসেরও বেশি সময় ধরে বিনা বিচারে জেলবন্দি রয়েছেন তিনি। এর আগে, জামিনের আবেদনের শুনানি বার বার খারিজ হয়ে যায়।

চট্টগ্রামের নিম্ন আদালতে বারবার শুনানি পিছিয়ে গিয়েছে। শেষমেশ যদিও বা শুনানি হল, আইনজীবীরা ঠিকমতো সওয়াল করতে না পারায় জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। নতুন বছরও তাঁকে কারাবন্দি হয়েই থাকতে হল। জামিন খারিজ হওয়ার পর অবশ্য তাঁর আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী আবেদন জানানো হয় ঢাকা হাই কোর্টে।

অবশেষে ২০ জানুয়ারি হাই কোর্টের শুনানির দিন স্থির হয়। ওই দিন আইনজীবীরা চিন্ময় প্রভুর জামিনের আবেদন জানাবেন। কিন্তু ঢাকা হাই কোর্টেও কি আদৌ ন্যায়বিচার মিলবে সন্ন্যাসীর? নাকি কোনও ছলচাতুরিতে তাকে জেলবন্দি করে রাখবে ইউনুস সরকার সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। প্রসঙ্গত, গত বছর ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ।

তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।চট্টগ্রাম আদালতে শুনানির আগে পরপর কয়েকবার আইনজীবীরা বাধার মুখে পড়েন, শুনানিতে বাধা পড়ে। নতুন বছরেও চট্টগ্রামের নিম্ন আদালতে শুনানিতে জামিন খারিজ হয় চিন্ময় প্রভুর। নতুন বছরেও চট্টগ্রামের নিম্ন আদালতে শুনানিতে জামিন খারিজ হয় চিন্ময় প্রভুর। এরপরই তাঁর আইনজীবীরা ঢাকার উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা নেন।